ইনভেস্ট ছাড়া অনলাইন ইনকাম করা সাইট
বর্তমানে ইনভেস্ট ছাড়া অনলাইন ইনকাম করা সাইট রয়েছে। আপনার যদি অনলাইনে কাজের দক্ষতা ভালো ভালো থাকে সেক্ষেত্রে কোন ধরনের ইনভেস্ট না করে টাকা আয় করতে পারবেন।অনলাইন এ কাজ করার সবচাইতে বিশ্বস্ত সাইটগুলো ইনভেস্ট ছাড়া অনলাইন ইনকাম করা সাইট।
কোন সাইটগুলোতে আপনি ইনভেস্টটা ছাড়া টাকা ইনকাম করতে পারবেন এবং কিভাবে পেমেন্ট নিবেন এবং ইনভেস্ট ছাড়া টাকা ইনকাম করার অ্যাপস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
ইনভেস্ট ছাড়া টাকা ইনকাম করা সাইট
- ইনভেস্ট ছাড়া অনলাইন ইনকাম করা সাইট
- ইউটিউব ভিডিও করে ইনভেস্ট ছাড়া অনলাইন ইনকাম করা
- এফিলিয়েট মার্কেটিং এ ইনভেস্ট ছাড়া অনলাইন ইনকাম করা
- ড্রপ শিপিং করে ইনভেস্ট ছাড়া অনলাইন ইনকাম করা
- পড কাস্টিং করে ইনভেস্ট ছাড়া অনলাইন ইনকাম করা
- কনটেন্ট ক্রিয়েশন করে ইনভেস্ট ছাড়া অনলাইন ইনকাম করা
- Amazon এ ইনভেস্ট ছাড়া অনলাইন ইনকাম করা
- ফাইবার এ ইনভেস্ট ছাড়া অনলাইন ইনকাম করা
- ফেসবুক এ ইনভেস্ট ছাড়া অনলাইন ইনকাম করা
- টিউটর করে ইনভেস্ট ছাড়া অনলাইন ইনকাম করা
- গেম খেলে ইনভেস্ট ছাড়া অনলাইন ইনকাম করা
- upwork এর মাধ্যমে ইনভেস্ট ছাড়া অনলাইন ইনকাম করা
- উপসংহার
ইনভেস্ট ছাড়া অনলাইন ইনকাম করা সাইট
ইনভেস্ট ছাড়া অনলাইন ইনকাম করা সাইট গুগল এডসেন্সের মাধ্যমে আপনি আপনার
ব্লগে বিজ্ঞাপন দেখিয়ে আয় করতে পারেন। এই প্লাটফর্মে শুরুতে কোন খরচ
নেই। তবে আপনার ব্লগে ট্রাফিক ভালো হলে এবং google এর পলিস এর
সাথে সংগতিপূর্ণ হলে এডসেন্স অনুমোদন পেতে পারেন। এটি একটি সহজ উপায়
যেখানে আপনাকে শুধুমাত্র ব্লগে গিয়ে ভালো কনটেন্ট তৈরি করতে হবে এবং কিছু সময়
পরে আয় শুরু হতে পারে।
বা সফটওয়্যার ব্যবহার করে ডিজিটাল প্রোডাক্ট তৈরি করতে পারেন, যেমন ই-বুক
,গাই্ ,চেকলিস্ট ইত্যাদি এসব প্রোডাক্ট আপনার ব্লগের মাধ্যমে বিক্রি করতে
পারেন এবং এতে কোন প্রাথমিক ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না। তাছাড়া বিভিন্ন
বিষয়ে কনটেন্ট লিখে পাবলিস্ট করতে পারেন এবং ভিজিটর বাড়িয়ে এর মাধ্যমে আয়
করতে পারেন।
ইউটিউব ভিডিও করে ইনভেস্ট ছাড়া অনলাইন ইনকাম করা
আপনার youtube চ্যানেলে আপনার ভিডিওতে বিভিন্ন প্রোডাক্ট বা সেবা সম্পর্কিত
রিভিউ বা টিউটোরিয়াল দিতে পারেন এবং ভিডিওর ডিস্ক্রিপশনে এফিলিয়েট লিংক যোগ
করতে পারেন ।যখন কেউ সেই লিংক থেকে পণ্য কিনবে আপনি সেই কমিশন পাবেন। তাছাড়া
বিভিন্ন ধরনের বাচ্চাদের কার্টুন ভিডিও বানিয়ে ভিউ বাড়িয়ে আয় করা সম্ভব।
ইউটিউবে আপনার ভিডিও আপলোড করার মাধ্যমে আপনি বিজ্ঞাপন আয়ের পাশাপাশি
স্পন্সরশিপ এবং এফিলিয়েট মার্কেটিং করতে পারেন।আপনার ভিডিও কনটেন্ট
যেমন শিক্ষা, বিনোদন, টিউটোরিয়াল হতে পারে যদি আপনার ভিডিওগুলো দর্শকের
জন্য উপকারী বা বিনোদনমূলক হয় তবে তার জনপ্রিয় হতে পারে এবং আয় করার সুযোগ
তৈরি হয়।
এফিলিয়েট মার্কেটিং এ ইনভেস্ট ছাড়া অনলাইন ইনকাম করা
এফিলিয়েট মার্কেটিং এমন একটি পদ্ধতি যেখানে আপনি অন্যের পণ্য বা সার্ভিসের
প্রচার করেন এবং সে প্রচারের মাধ্যমে কমিশন অর্জন করতে পারেন। এটি খুবই
জনপ্রিয় একটি উপায় যেখানে আপনি কোন পণ্যের লিংক শেয়ার করে আয় করতে পারেন।
কোন ব্লগ বা সোশ্যাল মিডিয়া একাউন্ট পরিচালনা করেন, তবে সেখানে আপনি amazon
click ব্যাংক বা অন্য কোন এফিলিয়েট প্রোগ্রাম এর মাধ্যমে পণ্য প্রচার করতে
পারেন। এটি বিনিয়োগ ছাড়াই শুরু করা সম্ভব তবে সফল হতে নিয়মিত প্রচারণা এবং
কনটেন্ট তৈরি করতে পারেন।
ড্রপ শিপিং করে ইনভেস্ট ছাড়া অনলাইন ইনকাম করা
ইনভেস্ট ছাড়া অনলাইন ইনকাম করা সাইট ড্রপ শিপিং একটি ব্যবসায়িক মডেল
যেখানে আপনি পণ্য বিক্রি করেন কিন্তু সেগুলি সরাসরি গ্রাহকের কাছে পাঠানো
হয়। অর্থাৎ আপনি স্ট্রক রাখেন না এবং ইনভেন্টরি ম্যানেজমেন্টের ঝামেলাও নেই।আপনি যদি দক্ষ হন এবং ভালো প্রোডাক্ট চয়ন করতে পারেন তবে ড্রপ শিপিংয়ের মাধ্যমে আয় করতে পারবেন।
বিক্রির উপর কমিশনে কিছু ড্রপ শিপিং সাপ্লাইয়ার আপনাকে পণ্য বিক্রি করার জন্য
কমিশন ভিত্তিতে কাজ করার সুযোগ দেয়। এতে আপনার কোন ইনভেস্টমেন্ট প্রয়োজন হয়
না, আপনি শুধুমাত্র বিক্রির মাধ্যমে আয় করতে পারবেন। তাছাড়া এভিলিয়েট
মার্কেটিং করেও আয় করা যায়। ফেসবুক কিংবা instagram ব্যবহার করে পণ্য
প্রচার করে ইনভেস্টমেন্ট ছাড়াই প্রচার করার মাধ্যমে আয় করা যায়।
পড কাস্টিং করে ইনভেস্ট ছাড়া অনলাইন ইনকাম করা
পড কাস্টিং ও একটি নতুন মাধ্যম হয়ে উঠেছে। যেখানে আপনি অডিও কনটেন্ট তৈরি করে
আয় করতে পারেন। যেমনঃ শিক্ষা ,টেকনোলজি, স্বাস্থ্য, ফিনান্স ইত্যাদি নিয়ে
আলোচনা করা যেতে পারে। যদি আপনি নিয়মিত এবং উপকারী তৈরি করতে পারেন এবং একটি
শ্রোতা গড়ে তুলতে পারেন তবে পড কাস্টের মাধ্যমে স্পনসরশিপ এবং বিজ্ঞাপন আয়ের
সুযোগ তৈরি করেন।
ইনভেস্ট ছাড়া অনলাইন ইনকাম করা সাইট এ আপনি আপনার পড কাস্টের বিষয়বস্তু
নিয়ে অনলাইন কোর্স বা ই বুক তৈরি করতে পারেন এবং তা বিক্রি করতে পারেন শ্রোতারা
আপনার পড কাস্টের মাধ্যমে আপনাকে চিনতে পারে এবং আপনার কোর্স বা ই-বুক কিনতে
আগ্রহ হতে পারে। এটি আপনার জ্ঞান ও অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে এবং এটি
দীর্ঘস্থায়ী উৎস হতে পারে।
কনটেন্ট ক্রিয়েশন করে ইনভেস্ট ছাড়া অনলাইন ইনকাম
করা
কনটেন্ট ক্রিয়েশন মনে হলে আপনি নানা ধরনের কনটেন্ট তৈরি করে তা অনলাইনে শেয়ার
করা।আপনি যদি ভালো ফটোগ্রাফি জানেন, তবে ছবি বিক্রি করতে পারেন, বা যদি
ভিডিও তৈরি করতে পারেন তবে ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে সেই ছবি শেয়ার করে আয়
করতে পারেন। এছাড়া আপনি যদি কন্টেন্টের জন্য লেখালেখি করতে পারেন, তাহলে
ফ্রিল্যান্সিং লেখালেখি বা ব্লগিং করেন এর মাধ্যমে আয় করা সম্ভব।
কন্টেন ক্রিয়েশনে একটি জনপ্রিয় উপার্জনের পথ। ব্লগ্ ইউটিউব ভিডিও, সোশ্যাল
মিডিয়া পোস্, অথবা পোর্ট কাস্ট এর মাধ্যমে আপনি কনটেন্ট তৈরই করতে পারেন।
এর জন্য ইনভেস্টমেন্ট এর প্রয়োজন হয় না। শুধুমাত্র প্রথমে নির্দিষ্ট একটি বিষয়
নির্বাচন করতে হবে, যাতে আপনি দক্ষ হতে পারেন। এরপর, সেই বিষয়ে কনটেন্ট
তৈরি করতে হবে এবং অনলাইন প্লাটফর্মে প্রকাশ করতে হবে। বিজ্ঞাপন, অথবা পণ্য
বিক্রয়ের মাধ্যমে আয় করা সম্ভব। কন্টেন্ট ক্রিয়েশন দীর্ঘমেয়াদি আয়ের
শক্তিশালী মাধ্যম।
অ্যামাজনের মাধ্যমে ইনভেস্ট ছাড়া অনলাইন ইনকাম করা
অ্যামাজনের মাধ্যমে ইনভেস্ট ছাড়া আয় করার কয়েকটি উপায় রয়েছে, যার মধ্যে
সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হল এ ফিলিয়েট মার্কেটিং। এফিলিয়েট মার্কেটিং এ আপনি
amazon এর পণ্য প্রচার করেন এবং যদি কেউ আপনার দেওয়া লিঙ্গের মাধ্যমে পণ্য কিনে
তবে আপনি কমিশন পেতে পারেন। এজন্য আপনাকে amazon এফিলিয়েট প্রোগ্রামে সাইন আপ
করতে হবে।
আরেকটি উপায় হল ইবুক বা ডিজিটাল পূণ্য বিক্রি করা। এমাজনের কিন্ডেল ডিরেক্ট
পাবলিকেশন প্লাটফর্মে আপনি নিজের লেখা প্রকাশ করতে পারেন। এই পদ্ধতিতে আপনার কোন
ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না। শুধুমাত্র আপনার লেখার কাজটির প্রয়োজন
।অ্যামাজনে গ্রাহকদের রিভিউ লিখেও কিছু আয় করা যায়। তাই বলা যাই amazon
এফিলিয়েট মার্কেটিং ইনভেস্টমেন্ট ছাড়া আয় করা সহজ ও কার্যকরী উপায়।
ফাইবার থেকে ইনভেস্ট ছাড়া অনলাইন ইনকাম করা
ফাইবার প্লাটফর্ম ইনভেস্টমেন্ট ছাড়া আয় করে বেশ কিছু রয়েছে। যেমনঃ যদি কোন
দক্ষতা যেমন; গ্রাফিক্স ডিজাইন, ভিডিও ও এডিটিং ইত্যাদি জানেন, তাহলে তা
ফাইবারে বিক্রি করতে পারেন। এখানে ইনভেস্টমেন্ট এর প্রয়োজন নেই শুধু সময় ও
দক্ষতা লাগবে। ডেমোকাজ এবং ভালো রিডিং এর মাধ্যমে কিছু বিনামূল্যে বা কম মূল্য
কাজ করতে পারেন, যাতে আপনি ভাল রেটিং পেতে পারেন।রেটিং
বারলে পরবর্তীতে বেশি মূল্য ধার্য করা সম্ভব।
ইনভেস্ট ছাড়া অনলাইন ইনকাম করা সাইট সামাজিক মিডিয়া প্রচারণায় মাধ্যমে
আয় করতে পারেন। তাছাড়া ভাইবারে কাজ পাওয়া সহজ করতে নিজের গিগগুলো সোশ্যাল
মিডিতে শেয়ার করতে পারেন। সেটা আপনার কাজের অভিজ্ঞতা বাড়বে এবং আয়ের সুযোগ
বৃদ্ধি পাবে। নতুন সার্ভিস তৈরি করে আরো ইনকাম করা যায়। প্রতিনিয়ত আয় করতে
নেটওয়ার্কিং এবং ক্লায়েন্ট এর সঙ্গে যোগাযোগ রাখা।
ফেসবুক থেকে ইনভেস্ট ছাড়া অনলাইন ইনকাম করা
ফেসবুক একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট। এই সাইডে প্রতিনিয়ত কোটি কোটি দর্শক
প্রবেশ করে থাকেন। এ দর্শকদের কাজে লাগিয়ে এই ওয়েবসাইট থেকে আপনি কোন
ইনক্রিমেন্ট ছাড়াই প্রতিনিয়ত হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। আপনি ফেসবুকে
কোন পণ্য বিক্রির ব্যবসা করে, এফিলিয়েট মার্কেটিং করে ,ভিডিও বানিয়ে ইনকাম করতে
পারেন।
অনলাইন কোর্স বা ওয়ার্কশপ আপনি যদি কোন বিশেষ দক্ষতার অধিকারী হন। তবে ফেসবুক
থেকে লাইভ সেশন করতে পারেন। facebook পেজ বা গ্রুপ তৈরি করে আপনার লেখা
কনটেন্ট শেয়ার করতে পারেন এবং সেটির জনপ্রিয় করে তুলতে পারেন। একবার
পেজটি বা গ্রুপটি জনপ্রিয় হয়ে ওঠে সেখান থেকে প্রতিদিন ৫০০ থেকে৭০০ টাকা ইনকাম
সম্ভব।
টিউটোর করে ইনভেস্ট ছাড়া অনলাইন ইনকাম করা
এই সাইটের মাধ্যমে আপনি ঘরে বসে ছাত্র করে ইনকাম করতে পারবেন। টিউটোর একটি
লাভজনক উপার্জনের মাধ্যম হতে পারএ। যা কোন প্রকার ইনফেক্টমেন্ট ছাড়াই শুরু করা
যায। আজকাল অনেক শিক্ষার্থী বা ও অভিভাবক প্রাইভেট নিয়ে একজন আগ্রহী অনেকে
বাড়ির বাইরে যে পড়াশোনা করতে চায় না তাই যেকোনো বিষয়ে বিষয়ে অধিকারী হলে
আপনি টিউটর হিসেবে কাজ শুরু করতে পারেন ।
এছাড়া আপনি গুগল ডক্স, গুগল মি্ট বা অন্য যেকোন ভিডিও কনফারেন্সিং টুল ব্যবহার
করে অনলাইন টিউটরিং করতে পারেন, যা এক্ষেত্রে আরো সুবিধাজনক হতে পারে। টিউটরিং এর মাধ্যমে আপনি নিজের পাঠান দক্ষতা উন্নয়ন করার পাশাপাশি ভালো আয়ের
সুযোগও পেতে পারেন। প্রথমেই আপনার দক্ষতা অনুযায়ী একটি নির্দিষ্ট বিষয়ের উপর
টিউটোরিং শুরু করা যেতে পারে যেমনঃ বাংলা ইংলিশ, গণিত , পদার্থ।
গেম খেলে ইনভেস্ট ছাড়া অনলাইন ইনকাম করা
গেম খেলে আয় করার কিছু পদ্ধতি রয়েছে, যা আপনি চেষ্টা করতে পারেন প্রথমত আপনি
গেম স্টমিং করতে পারেন। জনপ্রিয় প্ল্যাটফর্ম যেমনঃ ইউটিউবে গেম খেলে
স্ট্রমিং করলে দর্শকরা আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারবে ডোনেশন
পাঠাতে পারে যেটি আইন হিসেবে হিসেব আপনার কাছে পৌঁছাবে। এছাড়াও গেম রিভিউ
লেখা বা গেম সম্পর্কিত ব্লগে কন্টেন তৈরি করেও আয় করা যেতে পারে।
গেমে অংশগ্রহণ করে প্রতিযোগিতায় জয়ী হতে পারেন। অনেক গেম প্রতিযোগিতা যেমনঃ pubg ডিওটিএ, এবং ফোরথ নাইট এর মত গেমে প্রাইজ মানি দেওয়া হয় যা আপনি জিততে
পারেন। আপনি গেম ডেভেলপমেন্ট অংশ নিতে পারেন। নিজেকে তৈরি করে বিক্রি বা
ফ্রীলান্স কাজের মাধ্যমে গেম ডিজাইন বা কোডিং করে আয় করা সম্ভব।
upwork এর মাধ্যমে ইনভেস্ট ছাড়া অনলাইন ইনকাম করা
upwork হলো একটি জনপ্রিয় অনলাইন ইনকাম করার সাইট। যেখানে আপনি
ইনভেস্ট ছাড়া কাজ করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন। কিন্তু এর জন্য
আপনাকে প্রথমে একটি শক্তিশালী প্রোফাইল তৈরি করতে হবে। সেখানে আপনার সম্পর্কে
মানে আপনার দক্ষতা, অভিজ্ঞতা ও কাজের আগ্রহের বিষয় স্পষ্ট ভাবে দিতে হবে। এতে
করে আপনার ক্লায়েন্ট আপনার সম্পর্কে জানতে পারবে এবং কাজ দিতে আগ্রহী হবে।
আপনার কাজের মান যথাযথভাবে ঠিক রাখতে হবে। এখানে কাজ করতে হলে ক্লায়েন্টদের
সন্তুষ্ট করতে হবে এবং সেই সাথে তাদের ভালো রিভিউ নিয়ে আসতে হবে। এতে করে আপনার
ক্লায়েন্টার ও দ্বিগুণ বেড়ে যাবে। কিন্তু এখানে আপনাকে আপনার দক্ষতার উপর কাজ
করতে হবে। আপনি যে বিষয়ে বেশি দক্ষ হে বিষয়ের উপর কাজ করে দিতে হবে।
উপসংহার
অনেকেই ইনভেস্ট ছাড়া অনলাইন ইনকাম করা সাইট সম্পর্কে জিজ্ঞেস করেন তাদের
জন্য আজকের এই আর্টিকেলটি । আশা করি এই আর্টিকেলটি পড়ে অনেক উপকৃত হবেন।
আর্টিকেলটি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করবেন।
বিনিয়োগ ছাড়াই টাকা আয় করার অনেক উপায় রয়েছে তবে এগুলো সফলভাবে শুরু এবং
পরিচালনা করতে কিছু সময়ে পরিশ্রম এবং ধারাবাহিকতার প্রয়োজন। একাধিক উপায়ে আপনি
আয় করতে পারেন তবে যেকোনো একটি উপায়ে প্রথমে দক্ষ অর্জন করুন এবং তারপর ধীরে
ধীরে তা থেকেই শুরু করুন সফলতা একদিনে আসে না কিন্তু যদি আপনি কঠোর পরিশ্রম এবং
আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান তাহলে বিনিয়োগ ছাড়াই আয় করার পথ বেরিয়ে
আসে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url